ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় ২২ বোতল ফেনসিডিল ফেনসিডিল পাওয়া যায় । ১৫ নভেম্বর (রবিবার) ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায়,
গোপন সূত্রের তথ্যানুযায়ী বিকাল ০৫.০০ টার দিকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বড়পলাশবাড়ি ইউনিয়নের সর্বমংলা গ্রামের মৃত আতাবুলের স্ত্রী মোসাঃ তোসলেমা বেগমের বাড়ি থেকে ২২ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিলের ৩৪ টি খালি বোতল এবং ৩,৮৫০/- টাকা উদ্ধার করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শফিকুল ইসলাম ও তার দল, বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টীম এবং আনসার সদস্যগণ। এ সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম ও সাংবাদিক জানে আলম, সংশ্লিষ্ট ইউপি মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন,
আসামী পলাতক, নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।