English|Bangla আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার দুপুর ১:৪৮
শিরোনাম
নাগেশ্বরীতে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্টিতদিনাজপুরে নাগরিক উদ্যোগ এবং এসসিডিএস এর উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিতচরফ্যাশনে মেয়র- সাধারন কাউন্সিলদের ভোট বিন্যাসপ্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে কাজীর সংবাদ সম্মেলনচরফ্যাশন পৌর সভায় আওয়ামীলীগের জয়বান্দরবানে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধারআবারও খানসামায় দ্রুতগামী মটরসাইকেল-নসিমন সংঘর্ষে যুবক নিহত।মোছাঃ মাহমুদা ইসলাম সেফালী প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টে ২০২১ শুভ উদ্বোধনচিলমারীতে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

ঠাকুরগাঁওয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা। রবিবার সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সহধর্মিণী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. শাহানাজ বাবলী ,ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, ঠাকুরগাঁও নারী নির্যাতন ও শিশু দায়রা জজ আদালতের বিচারক গোলাম ফারুল,তারিকুল কবীর প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার সিনিয়র আইনজীবী সারওয়ার হোসেন,তোজাম্মেল হোসেন মঞ্জু,সিনিয়র আইনজীবী আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বক্তব্যে বলেন,১৯৫১ সালে আমি ঠাকুরগাঁওয়ের আইনজীবী হিসেবে যাত্রা শুরু করি। ঠাকুরগাঁওয়ের কথা আমি ভুলতে পারবো না। এখানে আমার অনেক স্মৃতি আছে।

আমার সময়ে ৭০-৮০ জন আইনজীবী ছিলো এখন ঠাকুরগাঁওয়ে প্রায় ২০০ আইনজীবী সবার প্রতি আমার সহযোগীতা থাকবে। এ সময় তিনি আইনজীবীদের উদ্দেশে বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব বর্ষ উপলক্ষে আমরা নিদিষ্ট সময়ের চেয়ে দুই ঘন্টা বেশি কাজ করবো যাতে সাধারণ মানুষ আমাদের কাছে আরো বেশি সহযোগিতা পায়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো