ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত
এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ এর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আতাউর রহমানের সভাপতিত্বে জেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে মাদ্রাসা শিক্ষকদের মাণ উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনে আলোচনা সভা শেষে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আলতাফুর রহমানকে সভাপতি, হরিহরপুর মাদ্রাসার প্রভাষক তাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং বরুনাগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ। সম্মেলন শেষে বনভোজন ও খেলাধুলার আয়োজন করা হয়।
বিএমজিটিএয়ের সদর উপজেলা শাখার নিবার্চিত প্রতিনিধিরা আগামী দিন গুলোতে সংগঠনের কার্যক্রম বেগবান করতে সবার কাছে সহযোগীতা চান।