ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়ায়, গিনিদেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে স্বর্গীয় প্রভু দয়াল আগরওয়ালা নামে ৩ তলা বিশিষ্ট একটি ছাত্রী নিবাস এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ :৩০ মিনিটে গিনিদেবী আগরওয়ালা মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
উক্ত নিবাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী। ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বিদ্যানুরাগী পরেশ চদ্র সেন, প্রতিষ্ঠাতা সদস্য ডা. পুরুষাত্তেম কুমার আগরওয়ালা, দাতা সদস্য শ্যামলাল আগরওয়ালা, সভাপতি দ্রপদী দেবী আগরওয়াল, আব্দুল আজিজ, অধ্যক্ষ বদরুল ইসলাম ভিপি প্রমূখ।