English|Bangla আজ ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার রাত ৪:১৫
শিরোনাম
কুড়িগ্রামে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচের অভিযোগে মানববন্ধনকুড়িগ্রামে ৪দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।ফুলবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১গঙ্গাচড়ায় সড়ক দূর্ঘটনায় কিশোরের মৃত্যুপলাশবাড়ীতে এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালিতগোবিন্দগঞ্জে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১ম মৃত্যুবার্ষিকী পালিতগোবিন্দগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালিতগাইবান্ধা-৩ আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি করোনা আক্রান্তগাইবান্ধায় পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্তভালুকায় মেয়র প্রার্থীর নৌকার প্রচারণায় মমেক ছাত্রলীগের সেক্রেটারি হাসান

ঠাকুরগাঁওয়ে গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষার্থী দের বিদায় অনুষ্ঠান

এম এ সালাম রুবেল - ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় মঙ্গল বার (২১জানুয়ারি) সকাল দশটায় গড়েয়া এস, সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে – ২০২০ সালের এস,এস, সি পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি, মারুফ হোসেন, জেলা পরিষদ সদস্য ঠাকুরগাঁও।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম (তানভির) তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক উপদেশ মূলক বক্তব্য দেন এবং ভালোভাবে লেখা পড়া করে প্রকৃত মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন ও সাফল্য কামনা করেন।পরে বিদায়ী ছাত্র /ছাত্রীদের হাতে পরীক্ষার উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ।

এ সময় গড়েয়া এস,সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক সদস্যদের হাতে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য উপহার সামগ্রী তুলে দেয় ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো