ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটির ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা প্রশিক্ষণ
আকাশ রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে তিনদিন ব্যাপী গ্রাম উন্নয়ন কমিটির ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে এপি’র হলরুমে গত ২১ জানুয়ারী থেকে শুরু হয়ে আজ ২৩ জানুয়ারী বিকেল ৪টায় এ প্রশিক্ষণের সমাপ্তি হয়।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম হুরা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিসি সভাপতি লতা বেগম, সদস্য রোকসানা বেগম, ডলি ও মিলি বেগম।
প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র প্রোগ্রাম অফিসার পারুল বেগম ও সুশীল চন্দ্র মন্ডল।
প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার তিন ইউনিয়ন ও পৌরসভার (আংশিক) গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণে গ্রাম উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা উন্নয়নে সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা ও বিশদ ধারণা প্রদান করা হয়।