ঠাকুরগাঁওয়ে ইমাম হোসেন হিরাকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
মাহাবুব আলম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ।
ঠাকুরগাঁও ইমাম হোসেন হিরাকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা দিয়েছে আদালত অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্টে বিএম তারিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই দুই ভাই জাকির হোসেন ও খালেক দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এছাড়া অপর আসামি খতেজা বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত ।
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় শহরের শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন হিরা তার ২ বন্ধুসহ আলাপ করছিলেন।
ওইসময় পার্শ্ববর্তী দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও তার ছোটভাই খালেক হিরার ওপর হামলা চালান। এক পর্যায়ে তারা কাপড় কাটার কাচি দিয়ে হিরার পেটে ও বুকে কুপিয়ে পালিয়ে যান তারা ।
এ সময় গুরুতর আহত অবস্থায় হিরাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া আসা হয় অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় হিরার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় হিরা হত্যা মামলা করেন একটি ।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেভাবে আইন সঙ্গত মনে করেছে সেভাবে রায় প্রদান করেছেন। সে বিষয়ে আমাদের বলার কিছু নেই। তবে আমারা উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে আমরা সেখানে আপিল করবো।