সুনামগঞ্জের ঐতিহ্যবাহী মা মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরের বেরবেরিয়া ল্যাইচ্ছামারা, তেকুইন্যা, সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার কোনাজাল ও একটি নৌকা ও কিছু কারেন্টজাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার( ১৪,জানুয়ারি) টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ কবির এর উদ্যোগে ও কমিউনিটি গার্ডদের সার্বিক সহযোগিতায় বিশেষ অভিযানে, একটি কোনাজাল ও ২টি ছোট-বড় নৌকা এবং ২০কেজি কারেন্টজাল আটক করা হয়।
এছাড়াও একইদিনে টাংগুয়ার হাওরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সম্রাট হোসেন এর নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় অন্য আরেক অভিযানে ১০,কেজি কারেন্টজাল ও ৩টি নোকা ও কিছু নেট জল আটক করে।
পৃথক পৃথক অভিযানে আটককৃত কোনাজাল ও কারেন্ট জাল ও নেটজাল টাংগুয়ার হাওর দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সম্রাট হোসেন এর সম্মুখে টাংগুয়ার হাওর হাতিরগাদা কান্দায় আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।