টঙ্গী রেল স্টেশন এবং কেরানীর টেক বস্তিতে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গাজীপুর থেকে মনির হোসেন
টঙ্গী রেল স্টেশন এবং কেরানীর টেক বস্তিতে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে বিভিন্ন ধারায় ইয়াবা, গাঁজা, লুপিজেসিক ইনজেকশন ব্যবহার এবং বিক্রয় করার অপরাধে ০৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়, ৯৩০০/- জরিমানা করা হয় এবং গাঁজা, ইনজেকশন এবং ইয়াবা জব্দ করা হয়।
এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত একটি পুলিশ জ্যাকেট উদ্ধার করা হয়।
মোবাইল কোর্টকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এবং ব্যাটেলিয়ন আনসার সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।