গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৫৫তম বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্ব। এবারের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ কান্ধলভী তাবলীগ অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত শেষ হবে রবিবার।
এজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মহিবুল্লাহ জানান, এবারের বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বের প্রথমদিন শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ান করছেন দিল্লীর মুফতি ওসমান।
তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মুফতি আব্দুল্লাহ মুনসুর। এরপর মুফতি আসাদুল্লাহ জু’মা নামাজের আগ পর্যন্ত বয়ান করেন।
বার বয়ান তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। আজ (শুক্রবার) ইস্তেমার ময়দানে জুমার নামাজের ইমামতি করেন তাবলীগের শুরা সদস্য বংলাদেশের মাওলানা মোশারফ।
বাদ জু’মা বয়ান করেন ভারতের মুফতি চেরাগ আলী। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী।
আজ শুক্রবার মুসল্লীরা ইস্তেমায় ময়দানে এসে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে এবারের বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী টঙ্গীর বিশ্ব এস্তেমা ময়দানে ছুটে আসেন। মুসল্লীদের আসা এখনো অব্যাহত রয়েছে। এদিনটি জুমা’ বার হওয়ায় সকাল থেকেই টঙ্গী ও আশপাশ এলাকার লাখো মুসল্লীর ঢল নামে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে, বিশ্ব ইজতেমার মাঠে জুমা’র নামাজে অংশ নিতে ইস্তেমার যোগদানকারী মুসল্লী ছাড়াও অনেক মুসল্লী ভোর থেকেই এজতেমাস্থলে ছুটে আসছেন।
আগত দেশ-বিদেশের মুসল্লিদের পদচারনায় শিল্প শহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত বিশ্বের ৩১টি দেশের ১৪০৩জন মুসুল্লী ইস্তেমায় এ পর্বে অংশ নিতে ময়দানে এসে পৌছেছেন।
এবারের এজতেমার প্রথম পর্বের মতো এ পর্বেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে। এজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কড়া নজরদারি। চেকপোষ্ট, মেটাল ডিটেক্টর, ওয়াচ টাওয়ার, সিসি টিভির মাধ্যমে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম থেকে তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।