টঙ্গীতে আইনজীবি পরিচয় দানকারী শামীমা খানম (প্রতিবন্ধী শামীমা) নামে এক ভুয়া আইনজীবির বিরুদ্ধে গত সোমবার গাজীপুর জেলা আইনজীবি সমিতির সদস্য এড. মোঃ সুমন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) দায়ের করেছেন। যাহার নং- ৪৪৯।
অভিযোগ সূত্রে জানাযায়, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সদস্য পরিচয় দিয়ে শামীমা খানম উরফে প্রতিবন্ধী শামীমা বিভিন্ন ফেস্টুন, ব্যানারে এড্যা. শামীমা লিখিয়া এলাকায় নিরীহ মানুষের সহিত প্রতারণা করার প্রতিবাদ করায় বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসতেছে বিবাদী শামীমা।
জি.ডিতে আরও উল্লেখ রয়েছে, গত সোমবার আনুমানিক ৪ টায় বাদীর বাড়ীর সম্মুখে রুমা টেইলার্সের সামনে বিবাদী শামীমা বাদী সুমনের ছেলেদ্বয় মাহমুদুল হাসান নাফিজ ও মুশফিক হোসাইন সাদাতকে অপহরণ করিয়া প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন।