ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামের এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে ১৪ ই মার্চ শনিবার গুলবাগপুর, বটতলা, ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল টি আসর বাধ আরম্ভ হয়ে রাত বারোটা পর্যন্ত চলে।
উক্ত মাহফিলে গুলবাগপুর হিফজুল কোরআন মাদ্রাসার সভাপতি, আলহাজ্ব মাস্টার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন খুলনা বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা সাইফুল্লাহ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা অত্র মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান কে ৩০ পারা কোরআনের হাফেজ পাস করায় মাথায় পাগড়ী পরানোর মধ্য দিয়ে আলোচনা শুরু করেন। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যশোর, মনিরামপুর মাসনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবী।
তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আকবর হোসাইন। মাহফিলে প্রধান বক্তা বিশ্বের করোনাভাইরাস নামক মারাত্নক ব্যাধি থেকে মুক্তির জন্য দোয়া করেন।