জেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোহাম্মদ মাসুম
জহিরুল ইসলাম ব্রাহ্মনবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানঁ নবীনগর উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম কে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার -২০১৮-১৯ এ শ্রেষ্ঠ এর স্বীকৃতি শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ “শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ ” প্রদান করেন।
এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহ আলম,নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সহ জেলার শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের কে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান এই অর্জন আমার না এই অর্জন নবীনগর উপজেলা বাসীর আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সীমাহীন কৃতজ্ঞতা ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানঁ স্যারের প্রতি, স্যার আজ এ সম্মাননা প্রদানের মাধ্যমে আমাকে স্বীকৃতি প্রদান করেছেন।
ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এমপি স্যারসহ সকল শ্রদ্ধেয় স্যার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিয় সাংবাদিক সহ নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে যাদের ভালোবাসাই আজকের এ স্বীকৃতি। জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার -২০১৮-১৯ এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এর স্বীকৃতি। মহান আল্লাহ সকলের সহায় হউন।