সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজলায় ‘সুস্থ্য দেহ সুন্দর মন’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।
সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবেব উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবীর, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুল মুকিত মাস্টার, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইয়্যিদ হিল্লুল, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, ক্রীড়া শিক্ষক মো. মোস্তফা কামাল, সহকারী শিক্ষক জ্যোতিষ রঞ্জন তালুকদার, দানবেন্দ্র তালুকদার, মো. মোজাহিদ হোসেন, সীতেশ কুমার তালুকদার, চদন চন্দ্র পাল, মো. কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, তাইয়বুন্নেছা আফিন্দী, অর্চনা রানী তালুকদার, ইয়াসমিন চৌধুরী, আতাউর রহমান, মো. আতিকুর রহমান, ইমরুল হাসান, আব্দুছ ছালাম, আবু সোহাগ প্রমুখ।
জাতীয় পতাকা উত্তোলন ও অলিম্পিক মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে টাইগার, তিতুমীর, সুরমা ও শাপলা দল বিভক্ত হয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাংসকৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।