জামালগঞ্জে পালিত হলো ইফার জাতীয় শিশু- কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা
মোঃ আবুল কালাম জাকারিয়া,জামালগঞ্জ প্রতিনিধি-::
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ জানুয়ারি বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জামালগঞ্জ উপজেলা অডিটরিয়াম হল রুমে সাধারণ কেয়ারটেকার আব্দুল মুকিত এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা মডেল রিসোর্স সেন্টারের মাওলানা সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন হাজীপাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গফফার, ১০ গ্রাম কোঁকড়া পাশে মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবর, কামলাবাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তাজ মাহমুদ প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে নিম্নোক্ত বিষয়ের উপর প্রতিযোগিতা হয়। আজান, কেরাত, উপস্থিত বক্তৃতা, রচনা, কবিতা আবৃত্তি। প্রতিযোগীদের মধ্যে যারা শ্রেষ্ঠ হন প্রতিটি বিভাগে তিনজন করে পুরস্কৃত হন। তাদের হাতে তুলে দেওয়া হয় প্রতিযোগীদের শ্রেষ্ঠ সনদ-পুরস্কার।
উপস্থিত সকলে উক্ত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় মুগ্ধ হয়ে তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিয়তই এরকম ভালো ভালো কাজ করে যাচ্ছে। যা সত্যি প্রশংসার দাবি রাখে।