মাগুরায় সদর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার ২ মার্চ জাতীয় ভোটার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলমের নেতৃত্বে র্যালীটি মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।”ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নিবো”এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
এ সময় জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কবির উদ্দিন, পুলিশ বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ জেলার বিভিন্ন শ্রেনির পেশার মানুষ উপস্থিত থেকে দিনটি উদযাপন করে।