ছাতকে ২০২০ সালকে স্বাগতম জানিয়ে আনন্দ উৎসব হ্যাপি নিউ ইয়ার কর্ম জীবন শুরু
সুজন তালুকদার ছাতক প্রতিনিধি
নলজুর কর্পোরেশন ছাতক হাউজের গ্রামীণফোন কর্মরত কর্মীদের উদ্যোগে ইংরেজি নতুন বছর কে স্বাগতম জানিয়ে কর্ম জীবনে সফলতার লক্ষে আনন্দ উল্লাসে কেক কেটে ১ জানুয়ারি বুধবার নতুন বছরের কর্ম শুরু। আমরা প্রস্তুত আজকে ২০১৯ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২০ কারন আজকে থাকছে নতুন বছরের শুভেচ্ছা ২০২০ এসএমএস ও নতুন বছরের শুভেচ্ছা বাণী | Happy New Year
সবাই যাতে করে নতুন বছরে শুভেচ্ছা নিজ নিজ পরিবারে সকলকে নিয়ে আনন্দ উল্লাসে কাটাতে পারে বছর টি,
নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর। অতিতের হলো মরণ, নতুন কে করো বরন!! পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, সবাই কে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি।
লাইফ কে সুন্দর করো । মনে কে ফ্রেশ করো । হৃদয়কে কে নরম করো । টাইম কে ইউস করো । হ্যাপি নিউ ইয়ার ২০২০
স্বপ্ন সাজাও রঙের মেলায় , জীবন সাজাও রঙের ভেলায় । ফিরে চলো মাটির টানে, নতুন সবে নতুন গানে । হ্যাপি নিউ ইয়ার ২০২০ সাল।
হে নতুন সূয ভুলিয়ে দাও , আছে যত দুঃখ বেদনা । তোমার সোনালি আলোয় আগের সব কষ্ট করে ফেল নষ্ঠ । নতুন দিনে সবার প্রানে কেউ রেখনা দুঃখ মনে । শুভ হোক নতুন দিন । খুশী থাকো সারা দিন ।
স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুজে নাও বাঁচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে কে নরম করো কর্ম জীবনে সফলতা অর্জন কর মনিং বিফিংগে গ্রামীনফোন কর্মরত ছাতক টেরিটোরি ম্যানেজার সায়েদুল ইসলাম এসব কথা বলেন এবং বিভিন্ন ধরনের টাইলে গুরুপিং ছবি তুলে আনন্দ উল্লাসে ১ জানুয়ারি কাজের উপদেশ দেন ডিস্টিবিউটর হাউজ ম্যানেজার রাজন দাস।