ছাতকে প্রয়াত প্রবীন আওয়ামীলীগ নেতা আলকাব আলী সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে,২৮ শে ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মরহুমের নিজ বাড়ী গোবিন্দগঞ্জ কালিদাস পাড়ায় কোরআন খতমের মাধ্যমে শুরু হয়, কবর জিয়ারত শেষে গোবিন্দগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজের পরে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এ দিকে প্রয়াত এই নেতার পরিবারের পক্ষ থেকে বড় ছেলে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মঞ্জুর আলম তাহার বাবার ১ম মৃত্যু বার্ষিকীতে যাহারা উপস্থিত হয়েছেন এবং উনার বাবার জন্য দোয়া করেছন সকলের নিকট উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশে বিদেশে সকলের কাছে দোয়া কামনা করেছেন মহান আল্লাহ পাক যেনো উনার মরহুম পিতাকে জান্নাতবাসী করেন, বিগত ২০১৯ সালের জানুয়ারীর ১ম দিকে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় প্রবীন এই আওয়ামীলীগ নেতা আহত হয়ে দুই মাসের মতো আই, সি, ইউতে লাইফ সাপোর্টে থাকার পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী না ফেরার দেশে চলে যান।
উল্ল্যেখ্য প্রয়াত এই আওয়ামীলীগ নেতা পূর্ব পাকিস্তান আওয়ামীলীগের অন্যতম সদস্য ছিলেন এবং ১৯৭৫ সালে ১৫ই আগষ্টে কালো রাত্রে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যার পর খুনি মোস্তাক গংদের বিরুদ্ধে স্বাধীন এই বাংলাদেশের মতো সিলেট সুনামগঞ্জে ও যখন আওয়ামীলীগের নাম নিয়ে দাড়ানো বা অবস্থান নেয়া বাংলার মাঠিতে খুব কমই লোক ছিলো তখন তিনিও হাতে গনা কয়েক জনের মধ্যে একজন ছিলেন।
প্রয়াত সাবেক ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম সাহেবের নেতৃত্ত্বে, উনার সাথে তৎকালীন সময়ে ১৯৭৫ ইং এর পরেই সিলেট সদর, বিশ্বনাথ, এবং ছাতক থানা মিলেই আঞ্চলিক আওয়ামীলীগের কমিটি গঠিত হয়েছিলো সেই সময়ে, সেই কমিটির সভাপতি ছিলেন প্রয়াত লুৎফুর রহমান সরকুম এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন প্রয়াত এই নেতা জনাব আলকাব আলী।