ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি খড়োঘর পুরে চাই হয়েছে।
৩১ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের খাগামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কে বা কারা আব্দল মন্নানের খড়ো ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরে রাখা খড় পুরে চাই হয়। রাত অনুমান ১০ টায় খবর পেয়ে স্থানীয় গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রন করেন। ক্ষতিগ্রস্থ আব্দুল মন্নান জানান , শুক্রবার রাতে শত্রুতাবশত কে বা কারা তার খড়োঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারন করার আগে পাড়া প্রতিবেশি বাড়ির লোকজনের অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে করা হয়ছে।
আব্দুল মন্নান খাগামোড়া গ্রামের ওয়াজিব উল্লার পুত্র বলে জানা গেছে।