ছাতকের দোলার বাজার ইউনিয়নের দক্ষিন কুরশী পুর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৯ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠে পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদের সভপতিত্বে সায়েক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান সায়েস্তা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান দোলার শফিক মিয়া, প্রধান শিক্ষক সজিদুর রহমান, কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার রশিদ আহমদ, দক্ষিন কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, প্রবীন মুরুব্বি হাজী রইছ আলী, বিদ্যালয়ের স্হায়ী ভুমি দাতা শফিকুর রহমান, প্রবীন মুরুব্বি আয়না মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি মজনু মিয়া,আব্দুল হক তালুকদার সাবেক মেম্বার , জনাব আসুক মিয়া প্রবিন মুরবি , বিদ্যালয়ের সহ সভাপতি মুক্তি মিয়া , আং লতিফ, মোছা: ছফেরা বেগম প্রধান শিক্ষক ভারপাপ্ত অএ বিদ্যালয় , সহকারি শিক্ষক আব্দুল কদ্দুস, সহকারি শিক্ষক নাজমিন বেগম, সহকারি শিক্ষক আতিকুর রহমান, কাতার প্রবাসি সাজাদ্দুর রহমান, কাতার প্রবাসি আজির উদ্দিন, ডুবাই প্রবাসি ফজর আলী প্রমুখ।