ছাতকে অনলাইন জনকল্যাণ সোসাইটির কর্মী সভা ও ক্যালেন্ডার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী অনার্স কলেজ সংলগ্নে সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও জহির উদ্দিন মিলন এর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। বক্তব্য রাখেন,ছাতক প্রেসক্লাব সহ সভাপতি বদর উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির,আমির আলী।
এসময় সমাজ কর্মী ইমাম হাসান, মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, উপদেষ্টা সৈয়দুর রহমান, সাচ্চু মিয়া রুবেল আহমদ, জুনেদ আহমদ, মাহমুদ হাসান, জুনেদ, সইজুলহক, গোলানুর রহমান, জাবেদ হোসেন, কামিল, কাওছার, শরিফ, ফাহিম, সাইফুল, জাহিদ, ঈসমাইল, কিবরীয়া, আইনুলসহ সংগঠনের দায়ীত্বশীল ও কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাজুল আমিন। এর আগে প্রধান অতিথির হাতে সংগঠনের পক্ষ থেকে নববর্ষের ক্যালেন্ডার তুলে দিয়ে এর উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার।