ছাতকের প্রবাসী গীতীকার রহিম উদ্দিন কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে সংবর্ধনা জানাতে ছাতক ও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউন্সে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময়, বন্ধু মহল সিলেটের এস এম সেফুল, আজাদুর রহমান আজাদ, রাজা মিয়া, আমারত হোসেন, ওসমান গনি, আসাদুর রহমান রনি, শানুর আহমেদ, কামাল হোসেন, নজরুল ইসলাম নাঈম, রশিদ আহমেদ, সুমন আহমেদ, শাহিন মিয়া, বাবুল হোসেন , আবুল হোসেন, ফারুক আহমেদ, জুবায়ের আহমেদ, তানভীর হোসেন, বাদশা মিয়া, আশফাক ,তামিম, সোহাগ, পাখি মিয়া, কুরবান মিয়া, জাবেদ আহমদ, জাকারিয়া, ইয়াসিন, মুজিবুর রহমান, রাজিব, তানবির, হিমেল, মিঠু, তামিম, অনিক, তৌফিক, সুবন সাদ্দাম, জুনেদ , মাসুক, সায়েম, ইমন, সাইফুল, লিমন, জুয়েল, রিফাত, রাসেল, আরকুম শাহ শিল্পী গোষ্টির, দপ্তর সম্পাদক শাহ দুলাল আহমেদ, বাউল কাউয়ুম সরকার, মহিম উদ্দিন, জাবেদ আহমদ, মোহাম্মদ ফখরুদ্দিন, মোহাম্মদ আলাল মিয়া, ওসমান আলী, কাজী জসিম উদ্দিন, মো: জাসনু মিয়া, সিঙ্গার কয়েস, ফয়সাল আহমেদ, দুলাল আহমদ হৃদয়, এডমিন ফয়সাল, জালালি পারভেজ, ভুট্টো মিয়া, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধীত অতিথি লন্ডন প্রবাসী গীতিকার রহিম উদ্দিন বলেন, সত্যি আজকে আমি খুব আনন্দিত। আপনারা আজ আমাকে যে ভালোবাসায় সিক্ত করেছেন সে ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না। আপনাদের এই ভালোবাসা আমার চলার পথের প্রেরণা হয়ে থাকবে আজীবন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে যেতে পারি।