English|Bangla আজ ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকাল ৪:২২
শিরোনাম

চৌকস অফিসার হাসিবুলের হাতে দীর্ঘ দিনের পালাতক আসামি গ্রেফতার।

বাদশা আলী,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামের আকিমুদ্দিন এর পুত্র শাহ্ সুফি (৩০) নামে এক দির্ঘ দিনের পালাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ‌চৌকস অফিসার এ এস আই হাসিবুল সঙ্গীয় কনস্টবল সঙ্গে নিয়ে দুপুর ১২টায় আসামির বাড়িতে পৌঁছে সেখান থেকে তাকে গ্রেফতার করে। আসামি শাহ্ সুফির বিরুদ্ধে ২০১৬ এবং ২০১৭ সালে একাধিক মামলা রয়েছে বলে জানা যায় ।

যার জি আর নাম্বার ১০২/১৬ ও ৪৬৪ /১৭ ।এ এস আই হাসিবুল জানান ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয় এর পর তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ এস আই হাসিবুল আরো জানান সে একজন প্রকৃত আসামি তার বিরুদ্ধে ডাকাতি সহ আরো অনেক অভিযোগ রয়েছে এবং বিভিন্ন থানায় মামলাও রয়েছে।এই ধরনের আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো