চুনারুঘাটের চান্দপুর পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সিএনজি-রিক্সার সংঘর্ষে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে। সংঘর্ষে রিক্সাটি পাশে উল্টে পড়ে যায়। রিক্সার চালক, সিএনজির চালক ও একজন যাত্রী তখন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী একজন বলেন, প্রবল গতিতে সিএনজিকে রিক্সা অভারটেক করতে চাওয়ার কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে। সিএনজি ও রিক্সা উভয় গাড়ি দুটি চলন্ত অবস্থায় ছিলো।
দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিষ্পত্তি করে বলে জানা গেছে।