চীনে করোনা ভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। একদিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৫ জন। অনির্দিষ্টকালের জন্য চীনজুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ১৭ শহরে অবরুদ্ধ অন্তত ৫ কোটি মানুষ। এর মধ্যে আছেন অনেক বাংলাদেশিও। এরইমধ্যে ১৬ দেশে ছড়িয়েছে ভাইরাসটি।
চীনের হুবেই প্রদেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। একদিনেই প্রদেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার। সোমবার বেইজিংয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মীরা। আক্রান্ত হাজারখানেকের অবস্থা আশঙ্কাজনক।
মেডিকেল বিশেষজ্ঞ টিমের সদস্য লি সিংওয়াং বলেন, আক্রান্তদের বেশিরভাগই তীব্র জ্বরে ভুগছেন। ভাইরাস ছড়াচ্ছে নিকটাত্মীয় বা কাছের কারো মাধ্যমে। তাই, আক্রান্ত ব্যক্তিকে আলাদা কোরে রাখার পরামর্শ স্বাস্থ্য কর্মীদের।