চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউএনডিপির অর্থ সহায়তা প্রদান
এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ইউএনডিপির উদোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ইউএনডিপির উদ্যাগে ইএসডিও’র কারিগরী সহযোগিতায় থানাহাট ও নয়ারহাট ইউনিয়নের ৪০০টি পরিবারের মাঝে জনপ্রতি ৭ হাজার ৫শ টাকা ২টি মশারী, ১টি ব্যাগ, ১টি বেলচা, ১টি হাত কড়াত ও ১টি হাতুরী প্রদান করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, ইউএনডিপির জেলা প্রতিনিধি মোঃ সানাউল ইসলাম, ইউএসডিও প্রতিনিধি মোঃ মামুন হোসেন ও ইউপি সদস্য মোঃ মশিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।