চিলমারীতে পাইলটিয়ান ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এস, এম নাজমুল আলম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
:
কুড়িগ্রামের চিলমারীতে পাইলটিয়ান ক্রিকেট লীগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উচ্ছন্ন- ১৬।
রবিবার বিকেলে চিলমারী সরকারি কলেজ মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভার খেলে উইকেট হারিয়ে ১০২ রান করে উচ্ছন্ন- ১৬। সর্বোচ্চ রান করেন। জবাবে ১০৩ রান তারা করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৫ রানে গুটিয়ে যায় অদম্য ১৭ দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, চিলমারী শিল্পী সমিতির আহ্বায়ক জাহিদ আনোয়ার পলাশ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ও মোঃ শহিদুল্লাহ কাওছার ইমু প্রমুখ।
এস, এম নাজমুল আলম
চিলমারী প্রতিনিধি
চিলমারী, কুড়িগ্রাম।
মোবাইলঃ ০১৭১৩৭১৬৩০২