আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীনতার মহান স্থপতি, রাজনীতির মহাকবি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজলায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সকাল ১০ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের বর্ষিয়ান সংগ্রামী সভাপতি আলহাজ্ব আইয়ুবর রহমান শাহ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলসহ সকল নেতা-কর্মীবৃন্দ। এরপর চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ চিরিরবন্দর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব আইয়ুবর রহমান শাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ প্রমুখ।
উক্ত দোয়া ও আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোকছেদ আলী মন্ডল, ৪নং ইসুবপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু হায়দার লিটন, ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, ৯নং ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মনিন্দ্র নাথ রায় সাধারণ সম্পাদক তাপস কুমার রায় সানু সহ সকল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি গাছের চারা রোপন করেন নেতাকর্মীবৃন্দ।