দিনাজপুরের চিরিরবন্দরে করোনাভাইরাসে সনাক্ত হয়েছে আরও ৭ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।
নতুন আক্রান্তদের ৭ জনের মধ্যে উপজেলার ১১নং তেতুলিয়া ইউনিয়নের গোন্দল গ্রামের হীরালাল এবং ৮নং সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের রুহুল আমিন ও হজরত আলী , ৪ নং ইসবপুর ইউনিয়ের উত্তর সুকদেপুরের আইয়ুব আলী, রাজিয়া সুলতানা, মঞ্জুয়ারা ও তুর্জ রানী আক্রান্ত ব্যক্তিরা ঢাকা ফেরত ছিলেন। এ নিয়ে উপজেলায় মোট ২৯ জন আক্রান্ত।
প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রতিনিয়তর মতোই লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলায় আক্রান্ত সকল রোগীদের বাসায় চিকিৎসা সেবা দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি টিম।