চরফ্যাসন উপজেলা সগর থেকে প্রত্যন্ত গ্রামের বাজারগুলোতে ১শ টাকা কেজি দরে লবন বিক্রি করা হয়েছে। গুজবে ভর করে অতিরিক্ত মূল্যে লবন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় চরফ্যাসন সদর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন। পাশাপাশি নির্ধারিত মূল্যের বেশী দামে লবন বিক্রি করলে প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।
জানাগেছে. গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে সব বাজারে লবনের কেজি ১শ টাকায় উঠে যায়। পিয়াজের মতো লবনের দাম আরো বৃদ্ধির আশংকায় ক্রেতারা বাজারে হুমরী খেয়ে পরে। মুহূর্তের মধ্যে বাজারে লবন সংকট দেখা দেয়। বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপির নেতৃত্বে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বাজার তদারকীতে মাঠে নামেন।
এসময় অতিরিক্ত দামে লবন বিক্রির দায়ে চরফ্য্যাসন বাজারের ব্যবসায়ী বাবুল,মো. সেলিমও আলমগীর তিনজনকে কে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।