ভোলার চরফ্যাসন-বাবুররহাট মহাসড়ক নির্মাণ প্রকল্পে মঙ্গলবার একনেক সভায় ৮শ ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় চরফ্যাসন এলাকাজুড়ে উৎসবের আনন্দ বিরাজ করছে।
গত ৩০ অক্টোবর সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি চরফ্যাসনে বিশাল জনসভায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মন্ত্রীর কাছে চরফ্যাসন বাবুরহাট আঞ্চলিক মহাসড়ক নির্মাণের দাবী করেন।
সেতুমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সদয় সুপারিশক্রমে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় চরফ্যাসন-বাবুরহাট প্রকল্পের নির্মাণকাজে ৮শ ৫০ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে।
একনেক সভায় প্রকল্পের অর্থবরাদ্দের খবর পাওয়ার পর চরফ্যাসনে সর্বত্র উৎসবের আনন্দ বইছে।