চরফ্যাসন উপজেলার দুলারহাট নীলিমা জ্যাকব মহাবিদ্যালয়ের নয়া অধ্যক্ষ হিসেবে মনির আহমেদ শুভ্রর আনুষ্ঠানিকভাবে যোগদান।
আজ রবিবার সকাল ৯টা৩০মিঃ জসাকীর্ণ যোগদান অনুস্টানে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল,অধ্যক্ষ এম এ মাজেদ, দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল খান,মুজিবনগর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া,নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার,আাহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম,নুবাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,ইলিয়াছ মাস্টার,আবুল কাশেম,মোসলেহ উদ্দিন।অনুস্টান পরিচালনা করেন কুচিয়ামারা ফাজিল মাদ্রাসার প্রভাষক এম কামরুজ্জামান।অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র যোগদানের পূর্বে মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।