চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার ওচমানগঞ্জ ৩নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল মাষ্টার আবদুল্লাহ আল মারুফ(২৫) বিদ্যুত পিষ্টে নিহত হয়েছে। চরফ্যাশন থানার ওসি সামসূল আরেফীণ নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে গোসল করে বিদ্যুতের তারের সাথে কাপর রোদ্রে দিতে গেলে বিদ্যুত পিষ্ট হয়। চরফ্যাশন হাসপতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মারুফ ওচমানগঞ্জ ৩নং ওয়ার্ডের আবুল বাশার মাষ্টারের ছেলে।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওচমানগঞ্জ সেচ্ছাসেকলীগের যুগ্ম সম্পাদক।