চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে একটি ট্র্রলারসহ ৫০মন জাটকা ইলিশ ও তিন লাখ মিটার কারেন্ট জাল আটক
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি
জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে
চরফ্যাশনের চর মানিকা আউট পোষ্ট বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে
৫০মন জাটকা ইলিশসহ একটি কেরিন ট্রলার ও তিন লাখ মিটার কারেন্ট জাল
আটক করা হয়েছে।
গতকাল কোস্ট গার্ডের কন্ডিজেন্ট কমান্ডার মোঃ আলগীর
হোসেন কোস্ট গার্ড বাহিনী নিয়ে মেঘনা-তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ
নদীতে এ অভিযান চালান।
এসময় তিন লাখ মিটার কারেন্ট জাল একটি
চরগাড়া জাল ও ৫০ মন জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে
উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে মাছগুলো এতিম
খানায় ও অসহায়দের মাঝে বিতরন করা হয়েছে এবং কোস্টগার্ড কার্যালয়
সংলগ্ন বাগানে তিন লাখ মিটার কারেন্ট জাল পোড়ানো হয়। বাংলাদেশ
কোস্ট গার্ড আউট পোস্ট চর-মানিকা কন্ডিজেন্ট কমান্ডার মোঃ আলগীর
হোসেন জানান, অবৈধ কারেন্ট জাল ও বেহেন্দী জাল দিয়ে নদী বা সাগর
থেকে ঝাটকাসহ সকল ধরনের ছোট মাছ মেরে ফেলা হচ্ছে। মৎস প্রজনন
বাড়ানো ও বাংলাদেশের মৎস অর্থনিতিকে গতিশিল করতে অবৈধভাবে
জাটকা আহরণ করা থেকে বিরত রাখতেই আমাদের এ অভিযান নির্দিষ্ট সময়
পর্যন্ত অব্যাহত থাকবে।