ভোলার চরফ্যাশন উপজেলায় ২০২০সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত শিক্ষার্থী ৬৩জন। চরফ্যাশনের মোট ১২টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসি ৫টি কেন্দ্রে উপস্থিত পরিক্ষার্থী ৩হাজার ৩শ৬৪জন, দাখিল ৬টি কেন্দ্রে উপস্থিত পরিক্ষার্থী ১৮শ ৪০ জন ও ভোকেশনাল ১টি কেন্দ্রে উপস্থিত পরিক্ষার্থী ২৩জন।
চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩শ ৬১জন পরিক্ষার্থী হলেও অনুপস্থিত ৭জন,শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ে ৩শ৫৮ পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১জন,দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৮শ৭৮জন পরিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪ জন, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষার্থী ৪শ ৬২জনের মধ্যে অনুপস্থিত১জন ও চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ে পরিক্ষার্থী ৩শ৫জনের মধ্যে অনুপস্থিত ৫জন।
দাখিল পরিক্ষা কেন্দ্র চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসায় পরিক্ষার্থী ৫শ ৫১জন অনুপস্থিত ১৬জন, নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় পরিক্ষার্থী ৩শ ১৮জন অনুপস্থিত ২জন, শশীভূষন এ মালেক দাখিল মহিলা মাদ্রাসায় পরিক্ষার্থী ৩শ ৪ জন অনুপস্থিত ৭জন, চেয়ারম্যানবাজার দাখিল মাদ্রাসায় পরিক্ষার্থী ১শ১৪জন অনুপস্থিত ১জন, চর আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় পরিক্ষার্থী ২শ ৯৭ জন অনুপস্থিত ৭জন, আবুবকরপুর আমিনা ফাজিল মাদ্রাসায় পরিক্ষার্থী
২শ ৬৯ জন অনুপস্থিত ১০ জন।
এছাড়াও চরফ্যাশন টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ভোকেশনাল পরিক্ষার্থী ২৫জন অনুপস্থিত পরিক্ষার্থী ২জন। এ বিষোয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বলেন, এসএসসি ও দাখিল পরিক্ষায় কিছু পরিক্ষার্থী অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত ছিলো। তবে বিষোয়টি তদন্ত করে দেখা হচ্ছে।