চট্রগ্রাম রাউজানে দুর্বৃত্তদের দেয়া আগুনে ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য্য’র ভাই যীশু ভট্টাচার্য্য’র মুদির দো কান পুড়ে গেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকার সম্পদ। একই ঘটনায় আগুনে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের আরো তিনটি দোকান।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে উপজেলার সাত নম্বর রাউজান ইউনিয়নের ঐতিহ্যবাহী রমজান আলী হাট বাজারে। দোকানের মূল মালিক উপজেলা যুবলীগের সহ সভাপতি নাছির উদ্দিন ও ভাড়াটিয়া মুদি দোকানদার যীশু ভট্টাচার্য্য বলেন ‘শুক্রবার ভোর চারটার পরপরই দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসি। দোকানের পেছনের অংশ দিয়ে দুর্বৃত্তরা গান পাউডার দিয়ে আগুন দিয়েছে।
আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। ঘটনার কিছুক্ষণ পর রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে বাজারের অন্যান্য দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়। তবে আগুনে পাশের সাধন দে’র চাউলের দোকান, লক্ষ্মী নারায়নের স্বর্ণের দোকানসহ তিনটি দোকানের আংশিংক ক্ষতি হয়।
রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।