আল আমিন প্রতিনিধিঃ
চট্রগ্রাম নগরীর পাহাড়তলী মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বালনের আয়োজন করা হয়।
এ সময় ৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন খুলশী থানা আওয়ামীলীগ এর আহ্বায়ক ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ,মুক্তিযোদ্বা ডক্টর গাজী সালেহ উদ্দিন, ৯.১০.১৩ ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর আবিদা আজাদ সহ ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা দেশের প্রতি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা তুলে ধরে সকলকে দেশপ্রেমে উদ্ধৃদ্ধ হয়ে দেশ গড়ার জন্য আহ্বান জানান।