চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ই মার্চ সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, কে এম নুরুল হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম এনডিসি, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ নির্বাচনি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।