দীর্ঘ ২২বছর পর চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে কার্য্যকরি সদস্য পদে স্থান পায় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের কৃতি সন্তান সৈয়দ আক্কাস উদদীন। আজ ৭ই মার্চ শনিবার রাত ৮টায় সৈয়দ আক্কাস উদদীনকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সিটিকলেজ ছাত্রনেতা, মহানগর ছাত্রলীগের উপ-গন শিক্ষা বিষয়ক সম্পাদক খাগরিয়ার কৃতি সন্তান আব্দুল আহাদ। এবং সরকারি সিটি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আব্দুল আহাদ উক্ত ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে বলেন,সৈয়দ আক্কাস উদদীন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থাকা কালে এওচিয়ার মৌলভীর দোকান নামক জামাত অধ্যুষিত এলাকায় স্বাধীনতার পরবর্তী সময়ে সর্বপ্রথম জাতীর জনকের শোক দিবস পালন করে আলোচনায় এসেছিলেন।
সেই থেকে তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে এবং সরকারি সিটি কলেজে পড়াকালীন আমার সাথে মহানগরের রাজনীতিতে ও অংশ নিতেন।
এতে আরো ছিলেন সরকারি সিটিকলেজ ছাত্রনেতা হারুন সাবেক ছাত্রনেতা, সৈয়দ বিন হাসান,সাবেক ছাত্রনেতা কাউসার সৈয়দ আক্কাস উদদীন এওচিয়া ইউনিয়নের সৈয়দ বংশের অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ আহমদের মেঝ ছেলে, তারা তিন ভাই দুই ভাই সৌদিআরবে থাকেন।
সৈয়দ আক্কাস উদদীন সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে বিএ মাষ্টার্স এবং সাদার্ন ভার্সিটি থেকে মার্কেটিং এর উপর এমবিএ শেষ করে, কক্সবাজার আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রীর উপর পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
সৈয়দ আক্কাস উদদীন এওচিয়া ইউনিয়নের প্রাচীন বিদ্যাপীঠ দেওদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিত্বের দায়িত্ব ও পালন করেছিলেন, এবং ছড়ারকুলের বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদকের দায়িত্বে ও ছিলেন।
তিনি বর্তমানে চট্টগ্রামের শীর্ষ স্থানীয় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে সাংবাদিকতা কাজে নিয়োজিত। কমিটিতে আসার বিষয়ে মন্তব্য জানতে চাইলে, সৈয়দ আক্কাস উদদীন বলেন, নিঃসন্দেহে বোরহান তাহের পরিষদের একজন সদস্য হতে পারায় আমি গর্বিত।