English|Bangla আজ ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার দুপুর ২:১১
শিরোনাম

চট্টগ্রাম পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

আল আমিন চট্রগ্রাম জেলা প্রতিনিধি

সৌদিয়া বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার শিকলবাহা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবকের নাম জামাল উদ্দীন (৩৫)। আহতরা হলেন সাইফু (২৬), জিসান (২২), তোশার (৩৩) জুমুর (২২), মাইনুল (২২) ও বাদশা মিয়া।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রুত বড়ুয়া বলেন, শিকলবাহা ক্রসিং থেকে সড়ক দুর্ঘটনায় আহত ৭ জনকে হাসপাতাল আনা হয়। এরমধ্যে জামাল উদ্দীন (৩৫) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ছয়জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত জামাল লক্ষীপুর জেলার রামগতি থানার করলরেস এলাকার শাহ আলমের ছেলে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো