চট্টগ্রামে রেলওয়ে পূর্ব ভূসম্পত্তি বিভাগের অভিযানে ৬শ স্থাপনা উচ্ছেদ
আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর আকবরশাহ থানা এলাকাধীন বাজার সহ আশপাসে রেলের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে রেলওয়ে পূর্ব ভূসম্পত্তি বিভাগ।
এ অভিযানে রেলের ৫ একর জায়গা উদ্ধার করে প্রায় ৬০০ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রেলের জায়গায় গড়ে উঠা অবৈধ উচ্ছেদ অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি রেজোয়ানুর রহমান রাসেল।
এদিকে সকাল ১০টা থেকে চলমান এ উচ্ছেদ অভিযান চলাকালে বিক্ষোভ প্রদর্শন করে আকবরশাহ বাজারের ব্যবসায়ী ও রেলওয়ে জায়গায় বসবাস কারীরা।
অন্য দিকে শামসুল হক নামে এক ব্যক্তি একর ৮৮ শতকের জায়গার মালিক দাবি করেন এবং হাইকোর্টে ও মামলা চলছেন বলেও জানান।
এবিষয়ে ভূসম্পত্তি কর্মকর্তা মাহাবুবউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি রেকর্ড পত্রে যা আছে বা যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন।