চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৩ মার্চ) ভোরে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে। তবে, জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।