English|Bangla আজ ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার রাত ১:০০
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে পুলিশের জন্য বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অ্যাডিশনাল আইজিমাদারগঞ্জ শহর শাখার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিতবান্দরবানে সেনা রিজিয়নের উদ্যােগে গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণজনগনের ভালবাসা নিয়ে জননেত্রী শেখ হাসিনার আদেশ পালন করে যাব…সাজ্জাদুল হাসানশীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ময়মনসিংহের ডিআরওকারাগারের ভেতরে এক নারীসহ তিনজন সাক্ষাতের ঘটনায়: জেল সুপার ও জেলার প্রত্যাহারকৃষকের ঐতিহ্যবাহী কৃষিজ সরল যন্ত্র কুস্শি এখন বিলুপ্তির পথেমহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।শ্রীমঙ্গলে ১ম দফায় ঘরসহ জমি পেলেন ১শত পরিবারবন্য হাতির আক্রমণে বান্দরবানে ২ জনের মৃত্যু, আহত ১

ঘাটাইল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ সবুজ সরকার সৌরভ ঘাটাইল (টাঙ্গাইল):

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলানায়তনে আহবায়ক খান ফজলুর রহমানের সভাপতিত্বে এ দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে সংসদ সদস্য ও উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইলের সাবেক এমপি প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আমানুর রহমান খান রানা ও ঘাটাইল প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট লেখক গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার । সম্মেলনে খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর) সভাপতি ও রবিউল আলম বাদলকে (দৈনিক ভোরের কাগজ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যসদস্যরা হলো,সহ সভাপতি উত্তম কুমার আর্য্য (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়ান টিভি, দৈনিক আমার সংবাদ),দপ্তর সম্পাদক সবুজ সরকার (দৈনিক পত্রিকা) , ঘাটাইল প্রতিনিধি কোষাধক্ষ হেলাল তালুকদার (বিডি স্টার টিভির),প্রচার সম্পাদক মো.আশিক (ঘাটাইল মিডিয়া)। কার্যনির্বাহীর সদস্য মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক খোলা কাগজ), আল আমিন হোসেন বিপ্লব (দেশনিউজ টিভি),বিধান রায় (জয়যাত্রা টিভি ও দৈনিক ভোরের ডাক),মো: আল-আমীন রহমান (দৈনিক তৃতীয় মাত্রা/ দৈনিক আমার সময়), নটোকিশোর আদিত্য (প্রথম কথা),শফিকুল ইসলাম (দৈনিক আজকালের খবর),সারোয়ার জাহান (ঘাটাইল ডটকম) সহযোগী সদস্য ইমরুল কায়েস (ঘাটাইল ডটকম),মো.মিন্টু মিঞা (দৈনিক মুক্তখবর),মো.রকিবুল হাসান (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) প্রমুখ।

মোঃ সবুজ সরকার সৌরভ
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
তারিখ: ১৪/১১/২০২০
০১৭৭৬১৮৩৩০২

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো