গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে এতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিয়া,
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা প্রাণি সম্পাদক কর্মকর্তা ডাঃ আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নারী-পুরুষরা।