গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-২
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন সাহেবগঞ্জ পুলিশ ফাঁড়ি বাগদা ফার্মস্থ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর দিনাজপুর হইতে ঢাকা গামী শ্যামলী পরিবহন যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬৬ এর যাত্রী ১।
শ্রী দয়াল রায় (৩২), পিতা-শ্রী তারাপদ এর নিকট ৩৩ বোতল ফেন্সিডিল ও তার স্ত্রী ২। শ্রীমতি স্বপ্না রায়(২৮), পিতা-মৃত সুভাষ, উভয়ের সাং-উত্তর মরনাই (আবাসন), ৮নং হাবড়া ইউনিয়ন, থানা-পাবর্তীপুর, জেলা-দিনাজপুর এর নিকট হইতে ৩২ বোতল মোট (৩৩+৩২) ৬৫ বোতল ফেন্সিডিলসহ আসামীদ্বয়কে করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার।