গোবিন্দগঞ্জে হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ২৮ বোতল ফেন্সিডিলসহ আব্দুস সালাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে এগারটায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশের একটি দল উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মস্থ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় অস্থায়ী চেকপোষ্ট বসাইয়া সময় দিনাজপুর হইতে ঢাকা গামী যাত্রীবাহী বাস রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব- ১৫-৬৬৬৩ হানিফ পরিবহন তল্লাশী চালিয়ে বাসের ঔ-৪ সিটে বসা যাত্রী আব্দুস সালাম এর নিকট সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতরে সান সিঙ্গেল অটো গ্যাস স্টোপ এর ভিতরে বিশেষ কায়দায় রাখা ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করে।
আটককৃত আব্দুস সালাম দিনাজপুর জেলার বিরামপুর থানার আচঁল কোলা গ্রামের মেহের আলীর ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।