গোবিন্দগঞ্জে বিয়ের আসর থেকে পালালেন অভিভাবকরা : ধরা খেলেন বর-কনে
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে বিয়ে বাড়িতে অভিভাবক ও অতিথিদের উপচেপড়া ভিড়। এমন সময় ইউএনও আগমনে পালালেন সবাই। কিন্তু পালাতে না পেরে ধরা খেলেন বর-কনে ও বরের ভগ্নিপতি। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।
পরে বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত বর ও বরের ভগ্নিপতিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বর রবিউল ইসলাম (১৭) ও বরের দুলাভাই গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দ্দন বাড়ইপাড়া গ্রামের আঃ রউফের ছেলে ফজলুল হক (৩৫)।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামের জিয়াউর রহমানের স্কুল পড়ুয়া নাবালিকা মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী রামপুর গ্রামের সিদ্দিক মিয়ার অপ্রাপ্ত বয়স্ক ছেলে রবিউল ইসলামের বিয়ের ঠিক হয়। সেই মোতাবেক রোববার রাত সাড়ে ১০টার দিকে বিয়ে করতে কনের বাড়িতে হাজির হয় বরযাত্রী। বর এবং কনে উভয়ই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন পুলিশসহ হাজির হন কনের বাড়িতে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিভাবকরা পালিয়ে যান। কিন্তু পালাতে পারেনি বর ও কনেসহ বরের ভগ্নিপতি। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে বর ও বরের দুলাভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।