গোবিন্দগঞ্জে প্রায় সাড়ে ৭ লাখ টাকার হিরোইনসহ গ্রেফতার-১
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি ||
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেড়শত গ্রাম হেরোইনসহ মাদককারবারী মদনকে গ্রেফতার করেছে।
জানা যায়, ২৯ জানুয়ারী রাত্রী অনুমানিক ১০টা ৪৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এএসআই সামাদের নেতৃত্বে একটি টিম মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর এলাকা হতে ১৫০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মমিনুল ইসলাম ওরফে মদন (৩৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম ওরফে মদন (৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর পাঁচপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইন এর মূল্য অনুমানিক সাড়ে ৭ লাখ টাকা। আসামি মমিনুলের বিরুদ্ধে আদালতে আরো ৩টি মাদক মামলা বিচারাধীন আছে। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।