ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
২ মার্চ (সোমবার) সকাল ১১ টায় এ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার বিএস ব্রজেন্দ্রনাথ, উপজেলা সমবায় অফিসার আব্দুল জলিল, সরকারী কলেজের অধ্যক্ষ বশির আহম্মেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বোরজাহান আলী প্রমূখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।