গোবিন্দগঞ্জের বৈরাগীহাটে পাঁকা ঘরের দেয়াল কেটে ২ লক্ষাধিক টাকা মুল্যের ২টি গাভী চুরি
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত এলাকায় শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বাবলু মিয়ার পাঁকা গোয়াল ঘরের দেয়াল কেটে শুক্রবার রাতে অজ্ঞাত চোরেরা দুটি উন্নত জাতের গাভী চুরি করে নিয়ে যায়। গাভি দুটির বর্তমান বাজার আনুমানিক মুল্য ২.২০০০০ হাজার টাকা। বৈরাগীহাট- বাজারের উপরে ফাঁড়ি থানার পাশে এমন চুরিতে হতভম্ব এলাকাবাসী।
নিম্ন আয়ের পরিবারের গরুর মালিক অসুস্থ্য বাবলু মিয়ার মূল্যবান দুটি চুরি হওয়ায় দুঃচিন্তায় আরও অসুস্থ্য হয়ে পড়েছেন। এবিষয়ে এলাকার ইউপি সদস্য জহুরুল ইসলাম ২টি গরু চুরির বিষয়ে নিশ্চিত করেন।
বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ ইমরান হোসেন সাংবাদিকদের জানান, গরু চুরির বিষয়ে আমার কিছুই জানা নেই।